প্রতিনিধি
শিশুটির জন্মই দুঃসংবাদ। মায়ের প্রসব যন্ত্রনা, তারপর হাসপাতালের আস্ত্রপচারের পর জন্ম। অস্বাভাবিক জন্ম। মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর টিউমারে আক্রান্ত হয়ে পড়ে। আজ শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিস্মিল্লাহ্ হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারে শিশুটি জন্ম গ্রহন করে।
উপজেলার অলিপুর গ্রামের হোটেল কর্মচারী মো. হোসেনের স্ত্রী বিবি হাওয়া এই নবজাতক প্রসব করেন।
হাসপাতাল ডাক্তারের সফল অস্ত্রপাচারে শেষে শিশুটির পায়ুপথে টিউমার ধরা পড়ে। যার ওজন ৫ কেজি।
শিশুটির অস্বাভিক জন্ম হওয়ার খবরে অনেক উৎসাহী মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় জমায়।
এদিকে শিশুর মা ও বাবা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন।
গাইনী ডাঃ ফারহানা সুলতানা বলেন, আলট্রসনোগ্রাফীতে জমজ সন্তান ধারণা করেছিলাম। কিন্তু অস্ত্রপচার শেষে টিউমার দেখতে পাই। তিনি আরো বলেন, শিশুটির বর্তমানে সুস্থ্য রয়েছেন। তবে টিউমার অপারেশন করতে বেশ কয়েকদিন সময় লাগবে।
হাসপাতালের পরিচালক তোফায়েল আহমেদ জানান, শিশু ও মা সুস্থ্য রয়েছেন। এই কঠিন অপারেশনটি করতে তিনজন ডাক্তার কাজ করেছেন। এরা হলেন, সার্জারী ডাঃ আজাদ হোসেন, গাইনী ডাঃ ফারহানা সুলতানা ও এ্যানেসথ্রাসিয়া ডাঃ মো. সাইফুল ইসলাম।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।