চাঁদপুর: চাঁদপুর-লাকসাম রেলপথের গুচ্ছগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে লাকসামগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চাঁদপুর রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।