চাঁদপুর: চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় চালক কুদ্দুস, যাত্রী পিংকিসহ ২জন নিখোঁজ থাকলেও সোমবার সকালে জীবিত অবস্থায় চালক কুদ্দুসকে উদ্ধার করা হয়েছে। অপরদিকে নিখোঁজ পিংকির লাশ গত ২৪ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। পিংকির লাশ উদ্ধারে তার পরিবারের পক্ষ থেকে ব্যাপক ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানাগেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়।
ঘটনাটি ঘটেছে, রোরবার রাত অনুমান ৯টায় সদর উপজেলার শাহাতলী বাজার সংলগ্ন এলাকার ডাকাতিয়া নদীতে। এ ঘটনা নিশ্চিত করে সত্যতা স্বীকার করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: স্বপন মাহমুদ।
চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের পশ্চিম পাশে ডাকাতিয়া নদীতে বিয়ের বরযাত্রী নিয়ে ট্রলারের সাথে সংঘর্ষে এ ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, যাত্রী পিংকি (৮)।
আহতদের মধ্যে- রতিশ (৫২) শুকুমার (৪৫) শন্জিত দাস (৩৬)কে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচেছ। আহত অন্য যাত্রীদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে। এ রিপোট লেখা পর্যন্ত সোমবার রাত ৯ টায় নিখোঁজর কোন খোজ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা আরো জানান, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রাম থেকে ২৫/৩০জন যাত্রী নিয়ে একটি বর যাত্রীবাহী ট্রলার একই উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি ছেড়ে শাহতলী বাজারের পশ্চিম পাশে আসলে পেছন থেকে আসা দূতগতির বালিবাহী বাল্কহেড স্বজোরে ট্রলারের সাথে সংঘর্ষ ঘটায়।
এতে বালিবাহী বাল্কহেডটি ট্রলারেরর উপর উঠিয়ে দিলে ট্রলারটি তাৎক্ষনিক ঘটনাস্থলে নদীতে তলিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা ২জন যাত্রী নদীতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় যায় এবং কমপক্ষে ১৫ জন যাত্রী নদীতে পরে ও আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়। নিখোঁজ দুইজন যাত্রীকে তখন অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরবর্তীতে ট্রলার চালক উদ্ধার হলেও শিশুটি এখনো নিখোঁজ।
চাঁদপুরনিউজ/এমএমএ/