স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের মাতা রাবেয়া বগেম ও সাংবাদিক রোটারিয়ান রাশেদ শাহরিয়ার পলাশের পিতা আলহাজ্ব আবদুর রশিদ খান এর মৃত্যুতে শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বাদ আছর চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে সাপ্তাহিক চাঁদপুর কাগজ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যাদের জন্য এই দোয়ার আয়োজন, তারা নিশ্চয় বেঁচে থাকা অবস্থায় নেক কাজ করেছেন। এ কারণেই তাদের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। মানুষ দুনিয়াতে ক্ষণস্থানীয়, কিন্তু তার কর্ম বেঁচে থাকে। আমরা সমাজের জন্য ভালো কাজ করে গেলেই আমাদেরকে মানুষ এভাবে স্মরণ করবে। আয়োজিত দুইজন সহকল মৃতু ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনা করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান উপদেষ্টা ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান। চাঁদপুর কাগজ পত্রিকার সম্পাদক মুনাওয়ার কাননের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মরহুম আবদুর রশিদ খান এর সুযোগ্য পুত্র সাংবাদিক রোটা. রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন গাজী, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজে মো. হাসান খান, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাগাদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর খান, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খোকন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার হাজীগঞ্জ ইনচার্জ মহিউদ্দিন আল-আজাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বারাকাত উল্যাহ পাটওয়ারী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম তালুকদার, স্টাফ রিপোর্টার বাবু আলম। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নানুপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা রাকিবুল ইসলাম পাটওয়ারী ও হামদ পেশ করেন মমিন উল্যাহ কবিরাজ। মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাহাঙ্গীর হোসাইন ও দোয়া পরিচালনা করেন বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরা
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।