প্রতিনিধি =
দৈনিক ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে ফের ১শ’ কোটি টাকার মানহানীর মামলা করা হয়েছে। এটি করেছেন কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন। তিনি বাদী হয়ে গতকাল বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে’র আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় দৈনিক ইনকিলাব সম্পাদক ও প্রকাশক এএমএম বাহাউদ্দিন, স্টাফ রিপোর্টার আহমেদ আতিক ও বার্তা সম্পাদক রবি উল্যাহ রবিকে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করে তাদেরকে ১৯ জানুয়ারি ২০১৪ তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার বাদী অ্যাডঃ হেলাল মামলা প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন, দৈনিক ইনকিলাবের গত ২৬ নভেম্বর মঙ্গলবারের সংখ্যার প্রথম পাতায় ‘ডেমোক্রেসি ইজ দ্যা বুলেট, বাই দ্যা বুলেটে, ফর দ্যা বুলেট’ শিরোনামে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এই মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমি দৈনিক ইনকিলাব সম্পাদকসহ আরো দু’জনের বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানী মামলা করেছি।
শিরোনাম:
রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।