কামরুল হাসান,দাউদকান্দি প্রতিনিধি॥
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুদকের মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মানব বন্ধন করা হয়। উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুল লতিফ এর নেতৃত্বে ওলামাদলের নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর কলেজের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে বক্তাগণ বলেন, সরকার বিরোধী মতকে সহ্য করতে পারছে না। তারা জোর করে মতায় টিকে থাকার জন্য বিরোধী কণ্ঠকে দমন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দুদকের মিথ্যা মামলায় জননেতা ড. মোশাররফকে গ্রেফতার করে জেলে পাঠানো সরকারের সেই ষড়যন্ত্রেরই অংশ। বক্তরা অবিলম্বে ড. মোশাররফসহ বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, মুক্তি বিলম্ববিত হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে ফ্যাসিস্ট সরকারকে বাধ্য করা হবে। উপস্থিত ছিলেন, মাও. কাজী মাহমুদ হাসান, মাও.আবু সালেহ মুছা, মাও.মজিবুর রহমান, মাও.ইসমাইল হোসেন, কাজী হযরত আলী, মাও.সফিকুল্লাহ , মাও.শহিদুল্লাহ ও গৌরীপুর কলেজ ছাত্রদলের সেক্রেটারী মোঃ আসিফ কবির প্রমূখ। এসময় পুলিশি টহল অব্যহত ছিল।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।