সিনিয়র করেসপন্ডেন্ট: ঢাকার লালবাগ এলাকায় লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন শুক্রবার ( ৫ মার্চ) বিকেল ৪ টায় হাজী আব্দুল আলীম খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে লালবাগের সাথে ০- ১ গোলে হেরেছে চাঁদপুর।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ মহসিন, মজিব মুন্সি, মনা পাল, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার চৌধুরী, সোনালী অতীত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, মফিজুল ইসলাম সহ দু ক্লাবের সিনিয়র কমকর্তাগন।
খেলার শুরুতেই দু’দলই ১০ জন করে ফুটবলার নিয়ে মাঠে নামেন। শুরুতেই চাঁদপুর কিছুটা আক্রমনাত্বক খেলা শুরু করেন। কিন্তু লালবাগের রক্ষনভাগ শক্তিশালী থাকার কারনে বেশ কয়েকটি আক্রমন মিস করে চাঁদপুর। খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়।
খেলার দ্বিতায়ার্ধে দু’দলই গোল দেয়ার জন্য ঘন ঘন খেলোয়াড় বদলি করে মাঠে নামান। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মাঝমাঠ থেকে লালবাগের খেলোয়াড়ের ক্রস বলটি গিয়ে চাঁদপুরের গোলবারের জালে ঢুকে। এতে লালবাগ ১ গোলে এগিয়ে যায়। চাঁদপুর গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠে। খেলার শেষ পর্যায়ে চাঁদপুর দলটি পেনাল্টি পায়। লালবাগের গোলকিপার ওয়াসিমের কাছে পেনাল্টি মিস করে চাঁদপুর। রেফারীর শেষ বাজি বাজলে চাঁদপুর ১- ০ গোলে হেরে মাঠ ছাড়ে।
খেলা শেষে প্রধান অতিথির মাধ্যমে দু’দলের শুভেচ্ছা ক্রেস্ট বিতরন করা হয়। এরপর প্রধান অতিথি দু’দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা ক্রেস্ট ও মগ তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথির অনুরোধে আগামী ১৯ শে মার্চ ফের আবারো দু’দলই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিবে চাঁদপুর স্টেডিয়ামে।
ঢাকায় অংশ নেয়া দু’দলের ফুটবলারা হলো- চাঁদপুর সোনালী অতীত ক্লাব- আনোয়ার হোসেন মানিক, ইউছুফ বকাউল, জাহাঙ্গীর পাটওয়ারী, জাহাঙ্গীর গাজী, আমিন মোল্লা, জসিম পাটওয়ারী, মিলন, মুকুল, শরীফ, মোদ্দাছের, এমদাদ, তুহিন, হানিফ বকাউল, সাইফুল ইসলাম,আলমগীর মুন্সি, লিটন সরকার, রোকন, ফারুক, হাছান, জিন্নাহ, মেজবাহ, আহসান হাবিব, ছোট মহসিন। কোচ- বোরহান খান।
লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব – ওয়াসিম, আদিল, আবেদ, ওয়াহিদ, নয়ন, আনোয়ার, আলমগীর-১, পলো, মনির, সোহেল, বিপ্লব, মাসুদ, শাহাজাহান, শান্তি, কামরুল, হামিদ, কাসিফ, আলমগীর-২, রফিক। কোচ- জুয়েল আলম।
চাঁদপুরনিউজ/এমএমএ/