চাঁদপুর নিউজ রিপোর্ট
শীতের আগমনী বার্তা নিয়ে অগ্রহায়ণ মাস শুরু হয়েছে। আজ ২ অগ্রহায়ণ। কার্তিক মাসের শেষ রাত তথা শুক্রবার রাতে মোটামুটি শীত অনুভূত হয়েছে। এ যেনো জানান দিয়ে যাওয়া কাল (গতকাল) ১ অগ্রহায়ণ, শীত এসে গেছে। যদিও গ্রামে হালকা শীত আরো ক’দিন আগ থেকেই পড়ছে। তাপমাত্রাও ক্রমান্বয়ে কমে আসছে। কার্তিকের শেষ দু দিনের সাথে অগ্রহায়ণের প্রথম দিনের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান হচ্ছে ২ ও ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঋতু হিসেবে পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল হলেও অগ্রহায়ণ থেকেই শীত শুরু হয়। তাই গতকাল ১ অগ্রহায়ণ থেকেই শীত পড়তে শুরু করে। চাঁদপুর আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেলো, গতকাল চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিলো ৩০.০৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কার্তিক মাসের শেষ দু’দিন অর্থাৎ ১৩ নভেম্বর তাপমাত্রা সর্বোচ্চ ছিলো ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিলো ২১. ১ ডিগ্রি সেলসিয়াস আর ১৪ নভেম্বর সর্বোচ্চ ছিলো ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিলো ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এভাবেই ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে আর শীতও এগিয়ে আসছে।