প্রতিনিধি
তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে এসেছেন। গতকাল সন্ধ্যায় তিনি মতলব উত্তরে তাঁর নিজ বাসভবনে এসে পৌঁছেন।
আজ শুক্রবার বেলা ১১টায় মন্ত্রী ‘মায়া বীর বিক্রম সেতু’ নির্মাণ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। এরপর বিকেল ৩টায় তিনি তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল শনিবার বেলা ১১টায় তিনি ‘মায়া বীর বিক্রম সেতু’ নির্মাণ এলাকা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। বিকেল ৪টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সন্ধ্যা ৭টায় তাঁর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।