স্টাপ রিপোর্টার ॥
চাঁদপুর-চট্রগ্রামগামী ট্রেন যাত্রীদের চরম ভোগান্তীতে পরতে হয়েছে গত কয়েকদিন। চাঁদপুর থেকে চট্রগ্রামের উদ্দেশে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা নির্দিষ্ট সময় দুপুর আড়াইটায়। নানা জটিলতায় সেই ট্রেন গত কয়েকদিন সময় মতো চলাচল না করে ঘন্টার পর ঘন্টা বিলম্ব করে ট্রেন ছাড়তে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৭ টায় চাঁদপুর দুপুরের কালী ফাট ফর্ম থেকে ট্রেন ছেড়ে যেতে দেখা যায় । খবর নিয়ে জানাযায়, গতকাল দুপুর ২ টা থেকে আড়াইটার মধ্যে চাঁদপুর থেকে পুর্বঞ্চলে তথা চট্রগ্রামের উদ্দেশে যাওয়া যাত্রীরা ফাট ফর্মে এসে প্রতিদিনের ন্যায় ভীড় জমায়। কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয়না। এসব বিষয়ে ষ্টেসন কতৃপক্ষের সাথে যাত্রীরা বিলম্বের কারন জানতে চাইলে কতৃপক্ষ সঠিক উত্তর দিতে পারেনি। দীঘূ প্রতিক্ষার ট্রেনটি অবশেষে রাত পৌনে ৭ টায় ফাট ফর্মে এসে পৌঁছায়। প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পর যাত্রীরা তাদের গন্তব্যর উদ্দেশে রওনা দেয়। এ বিষয়ে চাঁদপুর কোর্ট ষ্টেসন কতৃপক্ষের নিকট বিলম্বের কারন জানতে চাইলে ষ্টেসন মাষ্টার জানায় ট্রেন আসতেই অনেক দেরি করেছে। এছাড়া আর বেশি কিছু বলতে পারবেনা। অনেক যাত্রীরা জানায় চাঁদপুরথেকে ট্রেন যাতায়াতে এখন অনেক সীমাহীন কষ্ট স্বিকার করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্য কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন চাঁদপুরবাসী।
শিরোনাম:
সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।