ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বরকন্দাজ এখন একজন সফল উদ্যোক্তা। ব্যাংক কর্মকর্তা হিসাবে দীর্ঘ কর্মজীবন থেকে অবসরগ্রহন করে নিজ বাড়ীতে এখন খামার গড়ে তুলেছেন।
আবু সাঈদ বরকন্দাজ ফরিদগঞ্জের ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৭২ সালে মেট্রিক পাশ ও ১৯৭৫ সালে ইন্টারপাশ করে সোনালী ব্যাংকে ক্যাশিয়ার পদে যোগদান করেন। সিনিয়ার অফিসার পদে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন।
অবসর জীবন যেনো এই মুক্তিযোদ্ধার জীবনকে অসহনীয় করে তুলছে। কিছুতেই বসে থাকতে ভালোবাসেননি। জীবনের শেষ প্রান্তে ও আবার ও শুরু করেন খামার ব্যবসা। নিজের অবস্থার পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চান আবু সাঈদ। সেই স্বপ্ন থেকে কয়েকটি গরু নিয়ে ২০২০ সালে শুরু করেন খামার ব্যবসা।
বর্তমানে এই মুক্তিযোদ্ধার খামারে প্রায় ১১টি গরু রয়েছে। নিজেই সারাদিন খামারে কাজ করলেও সহযোগিতার জন্য আরো দু’জনের কর্মসংস্থান হয়েছে এই খামারে। পরিবারের দুধের চাহিদা মিটিয়ে ১০ থেকে ১২ লিটার দুধ দৈনিক বিক্রি করেন এই খামার থেকে। পাশাপাশি মাংসের চাহিদা যোগান দিতে খামারে রয়েছে ১০টি গরু। আগামী ইদ-উল-আজহার সময়ে এই গরু বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছে আবু সাঈদ।
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ জানান, সরকারি সহায়তা পেলে তিনি তার খামারকে লাভবান করে তুলতে পারবেন এবং নিজে ও একজন সফল খামারি হিসাবে পরিচিতি পাবেন বলে জানান।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা মহামারির সময়ে ক্ষতিগ্রস্থ হলেও সরকারি ও বেসরকারি কোন সহায়তা পাননি।
ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতিমর্য় ভৌমিক বলেন, আমার সাথে যোগাযোগ করলে যে কোন সমস্যায় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং আমাদের ফিল্ড এ্যাসিসটেন্ট নিয়মিত সেবা দিচ্ছেন বলেও তিনি জানান।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/