দেলোয়ার ॥
সারা দেশে গুম, খুন ও অপহরণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বুধবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের জোড় পুকুর পাড় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারী অধ্যাপক আরিফুল ইসলাম। মিছিল পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনী তথা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দিনের পর দিন গুম, খুন ও অপহরণ করেই যাচ্ছে এবং তাদের দলীয় সন্ত্রাসী দিয়ে একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের ৭ খুনে বিচার বিভাগ পিছিয়ে আছে। ফেনিতে ইকরাম হত্যা তাদের দলের নেতার নাম পাওয়া গেছে কিন্তু এসকল হত্যার সঠিক বিচার কার্যক্রম এখনও হয়নি। একের পর এক এভাবে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহনী সহ সকল স্তরে সঠিক তদন্তের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম, শিবির নেতা সাইফুল ইসলাম সবুজ, জয়নাল আবেদীন প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।