নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক পরিবর্তন করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল আলম খান (আলম পলাশ) সম্পাদক পদ থেকে পদত্যাগ পত্র দাখিল করেন এবং নতুন সম্পাদক হিসেবে অত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেনকে নিযুক্ত করেন। সে প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা থেকে গত ২২ জুন ২০১৫ইং রোজ সোমবার স্মারক নং- ০৫.৪২.১৩০০.০২৮.০৫.০০১.১৫- ৪৬৯ এ জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত নোটিশে মোঃ নূরুল আলম খান (আলম পলাশ) কে সম্পাদক পদ থেকে অব্যহতি দিয়ে অবহিত করে এবং মোঃ জাকির হোসেনকে নতুন সম্পাদক পদে নিযুক্ত করে অনুলিপি প্রেরণ করা হয়। এখন থেকে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক এর দায়িত্ব পালন করবেন মোঃ জাকির হোসেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, সঠিক সংবাদ পরিবেশনের জন্য নতুন সম্পাদক মোঃ জাকির হোসেন স্থানীয় সকল দৈনিক পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক এবং শুভানুধায়িদের সহযোগীতা ও দোয়া কামনা করেন।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।