স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক, হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও ফরিদগঞ্জ প্রত্যাশি আরএ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশারের তিন দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বাদ জোহর প্রথম নামাজে জানযা অনুষ্ঠিত হয় প্রত্যাশি আরএ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, দ্বিতীয় নামাজে জানাযা বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা কার্যালয় প্রাঙ্গনে এবং সর্বশেষ হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের তহসিলদার বাড়ীতে বাদ মাগরিব নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পত্রিকা কার্যালয় প্রাঙ্গনে নামাজে জানাযায় ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব এ কে এম নেয়ামত উল্যাহ খান। জানাযা পূর্বে বক্তব্য রাখেন সনাক সভাপতি চাঁদপুর কাজী শাহাদাত, চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সভাপতি আব্দুর রহমান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শওকত আলী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার গাজী, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এবি সিদ্দিক পাটোয়ারী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাহফুজ উল্যাহ খান, মাদরাসাতু ইশায়াতিল উলুম এর আরবী প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান, এডভোকেট হান্নান কাজী, ব্যবসায়ী ও পীরজাদা বরকত উল্যাহ খান, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক ও হাজীগঞ্জ বুরে্যা ইনচার্জ মহিউদ্দিন আল-আজাদ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম আলম তালুকদার, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী শাহজাহান রাজা। নামাজে জানাযায় মরহুমের বড় ভাই শিক্ষক আবুল খায়ের, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার মফস্বল সম্পাদক এম.এম. কামাল, বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু, মনির হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মো. ইমাম হাসান, চৌরাস্তা বাজার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন ঢালী, নানুপুর পাম্প হাউজের মেশিন অপারেটর মো. আব্দুল হাই, চাঁদপুরজমিন হাসপাতালের টেকনিশিয়ন মো. শাহ আলমসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহন করেন। মরহুম মো. মাহবুব আলম বাশার দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই হাইমচর প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে কর্মজীবনে প্রথমে হাইমচর পরবর্তীতে ফরিদগঞ্জ প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতা করেন। এছাড়াও হাইমচর উপজেলা প্রেসক্লাবের একাধিকবার সভাপতিসহ সর্বশেষ সভাপতি হিসেবেই দায়িত্ব পালন করেন। নামাজে জানাযায় বক্তারা বলেন, মরহুম মাহবুব আলম বাশার তার দীর্ঘ কর্মজীবনে সকলের সাথে ন¤্র ও বিনয়ের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। তারা কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাহবুব আলম বাশার পেটের পীড়া জনিত রোগে ব্যাথা অনুভব হলে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে অবস্থা উন্নতি না হওয়ায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৬) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।