মতলব উত্তর সংবাদদাতা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এমরান হোসেন মিয়া। বৃহস্পতিবার (৬ মে) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষতির এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এমরান হোসেন মিয়া বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে কাজ করছেন।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে এমরান হোসেন মিয়াকে প্রাথমিক ভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। উক্ত আসনের সকলস্তরের কমিটি গঠন, পুর্নগঠন ও বাতিলের ক্ষেত্রে তার (সম্ভাব্য প্রার্থীর) সুপারিশ গ্রহন করবেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে।
এদিকে এই খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দে মেতে উঠেন।