অভিজিত রায় ॥
নবারুণ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ জানুয়ারি সকাল ৯টায় গণি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের (উপ-সচিব) উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজজামান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এড. ফজলুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, বিশিষ্ট শিক্ষানুরাগী জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নবারুণ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ ইতু চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আক্রাম খান।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হাঁসরে মত হাঁটা, চকলেট দৌড়, খরগোশ দৌড়, পতাকা দৌড়, ভারসাম্য দৌড়, মারবেল দৌড়, পোষাক বদল, ১শ’ মিটার দৌড়, বেলুন ফুটানো, দড়ি লাফ, পিছন ফিরে দৌড়, আলু কুড়ানোতে অংশ নিয়ে বিজয়ী হয়ে অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করে।