
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানীপুর গ্রামের বেপারী বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামালার সমস্যা সমাধান করার লক্ষ্যে সাবেক ও বর্তমান চেয়ারম্যান সহ অনান্য ব্যক্তিবর্গ শালিশী বৈঠকে বসার পর অর্তিকিত হামলা চালায় এবং বসত ঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন সহ প্রায় ১৫জন আহত হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনার মূল হোতা রূপালি হাউজিং এর জি.এম স্বপন বেপারী কে আটক করে থানায় নিয়ে আসে। গত বৃহস্পতিবার রাত ৯টায় নানীপুর মৃত মান্নান বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, স্বপন বেপারী ও তার ভাই আলমগীর বেপারী, খোকন বেপারীর একই বাড়ির মান্নান বেপারীর ছেলে আলম বেপারীর সম্পত্তি দখল করার পায়তারায় লিপ্ত হয়। স্বপন বেপারীর নতুন গাড়ি কিনার পর বাড়িতে ঢুকার রাস্তা সরু হওয়ায় আলম বেপারীর সম্পত্তি দখল করে রাস্তা নির্মানের চেষ্টা চালায়। এ নিয়ে মুকবুল বেপারী ও তার রিনা বেগম উপর হামলা চালায়। সেই ঘটনায় রিনা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন বেপারীর ভাই পাল্টাপাল্টি মামলা দায়ের করে। সেই ঘটনা সমস্যা সমাধান করার লক্ষ্যে দুই চেয়ারম্যান সহ অন্যান্য শালিশীরা বৈঠকে বসে। এসময় হঠাৎ স্বপন বেপারী উত্তিজিত হয়ে প্রতিপক্ষ আলম ও তার ভাইকে মারার জন্য এগিয়ে আসে। পরিস্থিতি গোলাটে হলে স্বপন বেপারীর লোকজন মৃত মান্নান বেপারী বসতঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপন বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে। হামলার ঘটনায় রিনা বেগম জোৎনা প্রতিবন্ধি ইয়াছিন আলম, মুকবুল, বিল্লাল, হবিজুল্লা খোকন বেপারী, লিটন বেপারী সহ ১৫ জন গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। পুলিশ স্বপন বেপারীকে আটক করার পর রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাদী আলমকে বুঝিয়ে সমস্যা সমাধান করে দিবে বলে থানা থেকে তার জিম্মায় স্বপন বেপারীকে ছাড়িয়ে নিয়ে যায়।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
