প্রতিবেদক : পরকীয়া করে গোপনাঙ্গ হারালেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক চিকিৎসক। বৃহস্পতিবার সন্ত্রাসীরা ডা. আল-আমিন নামে ওই চিকিৎসকের ওপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
চিকিৎসকরা জানিয়েছেন, আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে বৃহস্পতিবার রাতে তার অস্ত্রোপচার চলছিল। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও আহতের ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের গলি থেকে ডা. আল-আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে বিকেল ৫টার দিকে একটি রিকশায় করে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. পবন বলেন, ‘আল-আমিনের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। তার অবস্থা অশঙ্কাজনক।’
জানা যায়, ডা. আল-আমিনের সঙ্গে ডা. সিফাত নামের এক নারী চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। পরে আল-আমিন অন্যত্র বিয়ে করলে সিফাতও মাহবুব নামের এক প্রকৌশলীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরও আল-আমিন আর সিফাত তাদের মধ্যে সর্ম্পক ধরে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে সিফাতের স্বামী মাহবুবই আল-আমিনকে তুলে নিয়ে এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আল-আমীন রাজধানীর হাতিরপুলে ৩৭৬ ফ্রি স্কুল স্ট্রিটে পরিবার নিয়ে বসবাস করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল বলেন, ‘এ ঘটনায় ডা. আল-আমিনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।’