অভিজিত রায় ঃ
নাসকতাকারী ও সন্ত্রাসীদের চিহিৃত করে আইনের হাতে ধরে দিতে পারলে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কারের ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবরোধের নামে জেলাব্যাপী সহিংসতা, নাসকতা, যানবাহন ভাংচুর ও ছিনতাই প্রতিহত করতে এক প্রতিবাদ সভায় তিনি এই এসব কথা বলেন। শামছুল হক ভূইয়া এমপি আরো বলেন, গত বছরের ৫জানুয়ারী অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ পরিচালনা করেনি। নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন কমিশন। সেই সময় নির্বাচন কমিশনের আওতায় ছিলো দেশের পুলিশ, সেনাবাহিনী, বিজিপিসহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। আওয়ামী লীগ শুধু নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন আবারো নির্বাচন দিবেন তাহলে যে কোন নির্বাচনেই আমরা অংশ গ্রহন করবো। বিএনপি-জামায়াত অযুক্তিক অজুহাতে দেশব্যাপী যেই সন্ত্রাসী কর্মকান্ড করছে তা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না। বিশ্ব ইজতেমার পর থেকেই এসব সহসিংহতা প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে নামবে। যে কোন মূল্যে আমরা এই সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহতো করবো।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারীর পরিচালনায় প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তস দাস, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক এম এ হাসান লিটন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুবলীগের সদস্য মাইনুল হায়দার চৌধুরী, কামাল হোসেন খান লাল্লু, অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি প্রমূখ।