সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর):
হাজীগঞ্জ উপজেলার নাসির কোট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের নিয়োগ পরীÿা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক আইয়ুব আবেদীন চৌধুরীর দায়ের করা মামলার প্রেÿিতে হাজীগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক নিয়োগ পরীÿার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন এবং পরিচালনা পর্ষদের ১৩ জন সদস্যকে কারণ দর্শানোর নির্দেশ দেন। আগামী দশ দিনের মধ্য ১৩ জন সদস্যকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, আজ শনিবার কলেজে অধ্যÿ পদসহ ৭/৮টি পদে নিয়োগ পরীÿা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলেজের পরিচালনা পর্ষদ কলেজের ইংজেরী বিষয়ের প্রভাষক আইয়ুব আবেদীন চৌধুরীকে জাতীয় বিশ্ববিদ্যালয়েল বিধি না মেনে সাময়িক বরখাস্ত্ম করে।
আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ইংরেজী পদ শূন্য না হওয়া সত্বেও কলেজ কতৃপÿ ইংরেজী বিষয়সহ একাধিক পদে শিÿক নিয়োগের জন্য প্রত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক আজ শনিবার আবেদনকারীদের জন্য নিয়োগ পরীÿার আয়োজন করা হয়েছে। নিয়ম বর্হিভুত ভাবে নিয়োগ পরীÿার আয়োজন করায় আদালত কলেজ পরিচালনা পর্ষদের ১৩ জন সদস্যকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
ভূক্তভোগী শিÿক আইয়ুব আবেদীন চৌধুরী বলেন, আমি অধ্যÿ পদে নিয়োগ লাভের জন্য আবেদন করেছি। কিন্তু তারা আমার নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করেননি। তাছাড়া ইংরেজী পদ শূন্য না হওয়া সর্ত্বেও কলেজ পরিচালনা পর্ষদ ইংরেজী বিষয়ে পরীক্ষার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছেন।
কলেজ গর্ভনিং বডির সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।