প্রথম থেকেই যেন স্পিন টার্ন করে ,এই রকম উইকেট চেয়েছিলেন ভারত এর অধিনায়ক এম এস ধোনি।মুম্বাই উইকেট তৈরি ছিল স্পিন উইকেটে। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই ফেঁসে গেছে ভরত। ৪-০ তে হারাবার স্বপ্ন ভেঙ্গে গেছে ভারতবাসীর।
মন্টি পানেসারের ঘূর্ণিতে বিপর্যস্ত ভারত মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ১০ উইকেটে।ঘূর্ণি-পিচে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়লেও অধিনায়ক অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন বেট এ ভর করে প্রথম ইনিংসে পায় ৮৬ রানের মূল্যবান লিড। ৮৬ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামা ভারত তারকাখচিত ব্যাটিং লাইনআপ তুলে ১৪২ রান এ অলউট।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩২৭ এবং ১৪২
ইংল্যান্ড : ৪১৩ এবং ৫৮/০