
ব্যবসায়ী ও ইউপি সদস্য বাচ্চু মিয়া সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত নুর বাজারে আকস্মিক অগ্মিকা-ের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুনে বাচ্চু সরকার, বাদশা শেখ, দাদন আখন, লিটন বেপারী, রিপন ও সায়েদ বেপারীসহ ১১ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাচ্চু সরকার বলেন বাজারের মাঝের সারের দোকান ও ট্রেইলারের দোকান থেকে আগুনের সূত্রপাত হযেছে। সারের দোকানে ও ট্রেইলারের দোকোনে আগুন লাগার মতো কোন কিছু ছিল না। আমাদের ধারণা বাহিরের থেকে শত্রুতাবসত কেউ আগুন লাগিয়েছে। বিষয়টি রহস্যজনক। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক। দোকান ও পুঁজি হারিয়ে ব্যবসায়ীদের পরিবারে চলছে চরম হাহাকার। জরুরি ভিত্তিতে তাদের সহায়তার প্রয়োজন।