অভিজিত রায় ॥
পর্যটন দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
চলতি বছরের পর্যটন মেলার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসন।
সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবছর ঢালাও ভাবে পর্যটন মেলার আয়োজন করা হবে না। তবে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে মেলা হবে। চাঁদপুর শহরের শপথচত্বর মোড় থেকে পর্যটন দিবসের র্যালি বের করা হবে। র্যালিটি বড়স্টেশন মোলহেডে গিয়ে শেষ হবে। সেখানে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবারের আলোচনার বিষয়ে হচ্ছে “ইলিশের শহর চাঁদপুর পর্যটন সম্ভাবনায়”।
পুরো অনুষ্ঠানটি উদযাপনকল্পে সকল দায়দায়িত্ব পালন করবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানস্থলে পিঠা, ইলিশ মাছের ভাজা ও মুড়ির দোকান রাখার জন্য জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারীকে নির্দেশ প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারী, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, চাঁদপুর মহিলা কলেজের উপাধক্ষ্য মাসুদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুর হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহম্মেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।