চাঁদপুর সংবাদদাতা :গত কয়েকদিন ধরে জুন মাসের হিসাব ক্লোজিংয়ের কারণে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে। ৪ জুন মঙ্গলবার দিনব্যাপী বাবুরহাট বাজারে পল্লী বিদু্যতের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোডশেডিং অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বাবুরহাট বাজারের ব্যবসায়ীগণ পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জেনারেটর ও মোমবাতি ব্যবহারের জন্য প্রতি মাসে অতিরিক্ত এক হাজার থেকে বারশ’ টাকা ব্যয় হয় বলে ক্ষোভ প্রকাশ করে।
এ ব্যাপারে কথা বললে পল্লী বিদ্যুৎ চাঁদপুর জোনাল অফিসের এজিএম নেপাল চন্দ্র ঘোষ ও জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ সাহিদুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে ২-৩ মাসের বকেয়া বিল পাওনা। এছাড়াও জুন মাস চলছে। এ কারণেই বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের কাজ জরুরিভাবে চলছে। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সকল গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না তাদেরকে চলতি মাসের অর্থাৎ ১৫ জুনের মধ্যেই বকেয়া বিল পরিশোধ করতে হবে। তা না হলে সংযোগ লাইন কেটে দেয়া হবে। বিদ্যুতের অতিমাত্রার লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হলে কর্মকর্তাগণ এর সত্যতা স্বীকার করে জানান, কয়েক দিন একটু বেশিই লোডশেডিং দেয়া হচ্ছে, তার কারণ হলো অতিমাত্রার গরমের কারণে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় এ রকম হচ্ছে।