শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলায় ৮নং বাগাদী ইউনিয়নের পুলিশ কর্মকর্তার মেয়ে মহিলা কলেজ ছাত্রীকে অপহরন করে নিয়ে যাওয়ার ১ মাস পর উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার সকালে বাবুরহাট এলাকায় চাঁদপুর মডেল থানার চকৌস পুলিশ কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অপহৃহিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে। অপহরণের ঘটনায় আরিফ (৩৫) ও মোমিন (২৮) কে আটক করে আদালতে প্রেরন করেছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম সেকদী বাসিন্দা কুমিল্লা ট্রাফিক ইন্সেপেক্টর বাচ্চু মিয়াজীর মেয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে ফেরার পথে ২ অপহরণকারী আজমীর, আরিফ ও মোমিন কয়েকজন তাকে সিএনজিতে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। ঘটনার পর ১০ই জুন মেয়ের মা ফাতেমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন মামলা নং-২১। গত শুক্রবার রাতে মামলা তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে সাহেব বাজার রাস্তার মাথা থেকে অপহরন মামলার আসামী আরিফ ও মোমিন কে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহিতা ট্রাফিক পুলিশ সার্জেন্টে এর মেয়েকে বাবুরহাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশি উপস্থিতি টের পেয়ে প্রকৃত হোতা আজমীর পালিয়ে যায়। আসামীদের আটক করার পর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য পশ্চিম সেকদী এলাকা থেকে কিছু দালাল চক্র থানা প্রাঙ্গণে এসে ভিড় জমাতে দেখাতে যায়। অবশেষে পুলিশ আটকৃত দুজনকে আদালতে প্রেরণ করেন।