শাহরিয়ার খান কৌশিক ॥
জেলা পনিউন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশলী কার্যালয় ও শিক্ষা অফিস পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। বুধবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি এসব কার্যালয়গুলো পরিদর্শন কারেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এছড়াও তিনি অন্যান্য বিভাগের কাজকর্মের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইনিঞ্জনিয়র আৎ রব ভুইয়া, জেলা পনিউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজামুল হক ভুইয়া, নির্বাহী প্রকৌশলী রফিকউল্লা, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এএইচএম আতাউর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী মঝিবুর রহমান সরকার, জেলা নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান, সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম সিদ্দিকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা শিক্ষা অফিসার শফিউদ্দিন, সহকারি পরিদর্শক লিটন কান্তি দাস, হামিদা বেগম, মাসুদ ভুইয়া, তাছলিমা আক্তার, মো. নাইউম,
সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রদল সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, ঠিকাদার আলমগীর গাজি, মোহন শেখ, ফারুক আহমেদ আখন্দসহ পনিউন্নয়ন বোড, শিক্ষা প্রকৌশলী কার্যালয় ও শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পনিউন্নয়ন বোর্ড পরিদর্শনকালে চাঁদপুর ৩ (সদর/হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি বলেন, পনিউন্নয়ন বের্ডের কর্মকর্তাদের প্রতি আমার অগাদ বিশ্বাস ছিলো তাই একবারও আমি এখানে আসিনি। কিন্তু এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি হাতাশ। তাছাড়া এই ভবনটিও অনেক পুরোনো এবং ঝরাঝীর্ণ। আমি এই ভবনটির উন্নয়নের জন্য চেষ্টা করবো। তিনি বলেন, জেলা পনিউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নতুন এসেছেন। আমার বিশ্বাস তিনি আমাদের ভালো কিছু উপহার দিবেন। এসময় তিনি নিজের মোবাইলে পনিউন্নয়ন বোর্ডের ঝরাঝীর্ন ভবন ও দেয়ালের ফাটলের ছবি তুলেন।