স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে পুকুরের পানিতে পড়ে একই বাড়ির দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মতলব দেিণর দীঘলদি গ্রামে। স্বজনরা জানাায় ওই গামে আলমগীরের শিশু কন্যা আকসা (৬) ও খোকন মিয়ার শিশু পুত্র মাসনুন (৫) খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক েেরখোঁজাখুঁজির পর তাদের ২ জনের লাশ বিকেলে পুকুরে ভাসতে দেখে। তাৎণিক তাদের দুজনকে উদ্বার করে চাঁদপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। শিশু দুটি আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।