প্রতিনিধি
হাইমচর উপজেলার মহজমপুর গ্রামে ডাকাত বলে ফরিদগঞ্জ উপজেলার রামপুর ও বিশকাটালী গ্রামের ছলেমান মিয়ার দু ছেলে মোঃ আমিন (৩০) ও মনির মিয়া (২৬) এবং ইয়াছিন মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৮)কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরা মহজমপুর গ্রামের দেলোয়ারের শ্বশুর বাড়ির লোক। পারিবারিক কলহে এদের ডাকাত বলে পুলিশে দেয়া হয়।।
গতকাল মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের শহিদুল্লা ঠাহদারের বাড়িতে ঐ তিন যুবককে ডাকাত বলে আটক করে পুলিশে খবর দিলে হাইমচর থানার এসআই আঃ হালিম সরকার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সরজমিনে গিয়ে জানা যায়, মহজমপুরে আবু সায়েদ ঠাহদারের ছোট ছেলে মোঃ দেলোয়ার হোসেনের সাথে ফরিদগঞ্জ উপজেলার ছলেমান মিয়ার বাক্ প্রতিবন্ধী মেয়ের বিবাহ হয়। সাংসারিক জীবনে প্রতিনিয়ত তাদের মধ্যে কলহ লেগে থাকতো। তারই আলোকে গতকাল মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে দোলোয়ার তার স্ত্রীকে মারধর করলে তার স্ত্রী বাপের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দেলোয়ারের শ্বশুর বাড়ির লোকজন এসে দেলোয়ারের উপর হামলা চালানোর এক পর্যায়ে বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করলে এলাকার লোকজন সমবেত হয়ে ওই ৩ জনকে আটক করে ঘরে বন্দী করে রাখে। এদিকে ডাকাতের সংবাদ পেয়ে আশপাশের লোকজনের উপচেপড়া ভিড় দেখে স্থানীয় লোকজন হাইমচর থানায় খবর দিলে পুলিশ এসে ৩ জনকে পুলিশের হেফাজতে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, দেলুর শ্বশুর বাড়ির লোকজন এসে তার উপর ছুরি ও দা দিয়ে আক্রমণ করে।
এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনজনকে ধরে এনেছি মূলতঃ তাদের নিজেদের পারিবারিক সমস্যা বিধায় ছেড়ে দিতে হচ্ছে।