
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দঃ হামানকর্দ্দি গ্রামের পিতা ও পুত্র নারায়ণগঞ্জ থেকে আসায় তাদের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন মৈশাদী ইউনিয়নের সচিব আবু বকর মানিক ।
তিনি জানান বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে । নারায়ণগঞ্জ থেকে আগতরা হচ্ছেন মোঃ সেলিম মৃধা,পিতাঃ অলিউল্ল্যাহ মৃধা গ্রামঃ হামানকর্দ্দি এবং সেলিম মৃধার ছেলে রবিউল হোসেন।
দু’জন নারায়ণগঞ্জ কাঁচা মালের ব্যবসা করত।গতকাল ভোরে তাহারা নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে নিজ বাড়িতে আসেন।খবর পেয়ে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের দিয়ে তাদের ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিত করেন।
পরে চাঁদপুর মডেল থানার এস আই মেজবা আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মৃধা বাড়ির সকলকে নিরাপদে থাকা এবং ঘর থেকে বের না হওয়ার জন্য বলেন।