ফাহিম শাহরিন কৌশিক॥
চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে পুরাণবাজার মোমফ্যাক্টরী নতুন রাস্তায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর থানা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক সোলায়মান ঢালী, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আকবর মাতাব্বর।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিছ বেপারী এবং জেলা ছাত্রদল নেতা জুলহাস আহমেদ জুয়েলের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক বেপারী, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার ছৈয়াল, স্বেচ্ছাসেবদকদল নেতা মহসিন পাটোয়ারী, আবুল বাসার বাসু, বিএনপি নেতা চুন্নু গাজি, সেলিম বেপারী, ২নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি হুমায়ুন বেপারী, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি জাহাঙ্গীর মুন্সি, সহ-সভাপতি সুমন বেপারী, সাধারণ সম্পাদক রফিক মিজি, যুগ্ম সম্পাদব ইব্রাহিম ইবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পুরাণবাজার কলেজ ছাত্রদল আহ্বায়ক রাজিব দাস, থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শাহআলম সরদার, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী বলেন, চাঁদপুরে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে এতোদিন যারা রাজ পথে ছিলেন এই কমিটিতে তাদেরকে নেতৃত্ব দেয়া হবে। ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনের পরে অবৈধ সরকার অনেকগুলো নির্বাচন করেছে। কিন্তু তারা কোথাও সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। তাদের সন্ত্রাসীবাহিনীরা ভোটকেন্দ্রগুলো দখলে নিয়ে নিজেরাই ব্যালট পেপারে সিল মেরেছে। আর তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র পুণরোদ্ধারে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে লড়াই করে যাচ্ছে।
এসময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাল, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী ও পৌর যুবদল যুগ্ম সম্পাদক আসলাম তালুকদার, জেলা যুবদল যুগ্ম সম্পাদক দুলাল খান, বিএনপি নেতা হাজী শাহজাহান কবির খোকা, ১নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক নয়ন শেখ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি চুন্নু মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, ১নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাবেয়া বেগম, সাধারণ সম্পাদক বুলু বেগমসহ ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।