অভিজিত রায় ॥
জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করনে পৌর আওয়ামীল সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি সভাপতির বক্তব্যে বলেন, আমাদেরকে সুন্দর ও সুষ্ঠভাবে ত্রি-বার্ষিক সম্মেলন সম্মন্ন করতে হবে। সম্মেলন সফল করতে স্বস্ব অবস্থান থেকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে সম্মেলনের দিন কেন্দ্রীর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্থতের নেতৃবৃন্দের আগমন ঘটবে চাঁদপুরে। তাদেরকে যেন আমরা দেখাতে পারি চাঁদপুরের আওয়ামীল সুসংগঠিত ও সঠিক দিক নির্দেশনায় চলছে। আপনারা আমাকে পৌর আওয়ামীলীগ থেকে মনোনিত করেছে। আপনাদের উদ্দেশ্য সৎ তাই আমার বিশ্বাস সততার জয় হবেই।
তিনি সম্মেলন প্রসঙ্গে আরো বলেন, পুরান বাজারের ৫টি ওয়ার্ড হাসান আলী মাঠে জড়ো হবে। ষোল ঘর এলাকায় জড়ো হবে বাবুরহাটসহ অন্যান্য ৫টি ওয়ার্ড একই ভাবে এক জায়গা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে সম্মেলন স্থল স্টেপিয়ামে পৌর আওয়ামীলীগের উপস্থিতি দেখাবো। সম্মেন বর্তমানে চাঁদপুরে উৎসবে পরিনত হয়েছে। নেতাকর্মীদের মাছে সম্মেলনকে ঘিয়ে উৎসব মুখরতা দেখা যাচ্ছে।
পৌর আওয়ামীলীগের সাগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটোয়ারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, সহ-সভাপতি নুরুল আসলাম নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক ব্রজ বল্লভ দাস, মাহমুদ আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আইন বিষয়ক সম্পাদক এড. দেবাশিষ কর মধু, সাংগঠনিক সম্পাদক এম রান হোসেন সেলিম, সাব্বির হোসেন মন্টু, সাসহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলা মোস্তফা বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা দাস, সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, মোহাম্মদ আলী সেলিম মিয়াজ, মুজিবুর রহমান মজু প্রমূখ।