স্টাফ রিপোটার ॥
চাঁদপুর পুরানবাজারে ১০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আয়নস সিকদার (২০) কে আটক করেছে পুরানবাজার ফাড়ির পুলিশ। আজ শনিবার রাত ৯ টায় পুরানবাজার কবরস্থান রোড আইল্লার বিল মসজিদের সামনে থেকে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, পুরানবাজার রিফোজি কলোনীর খলিল সিকদারের ছেলে খলিল সিকদারের ছেলে আয়নস সিকদার দীর্ঘদিন যাবত ইয়াবার রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিলো। ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী ময়না বেগমের ভাইয়ের ছেলে আয়নস ফুফুর প্রভাব খাটিয়ে এ ব্যবসা পরিচালনা করে আসছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১০ পিছ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করে। আটকের পর আয়নসের ফুফু ময়না বেগম তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পুলিশ জানায়, আটক আয়নস বউ বাজার এলাকার ইয়াবা ব্যবসা করে। ইয়াবা এনে বিক্রি করার সময় তাকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে মাকদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।