
আজ বুধ বার চাঁদপুর পুরানবাজার ত্রর দুইটি প্রতিষ্টানে ভোক্তা অধিকার জরিমানা আদায় করেছে, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মোঃ নুর হোসেন নিজেই পুরান বাজার পুলিশ নিয়ে বেলা ১১ টার সময় অভিযাান টি করেন, প্রথমত নিতাইগঞ্জ রোড আলম লাচ্ছা সেমাই কারখানা পরিদর্শন করে সেমাইর প্যকেটে মূর্ল্য ও মেয়াউর্ত্তিন্য তারিখ না দেওয়ার অপরাধে আলম লাচ্ছা সেমাইর মালিক কাউন্সিলর হাজ্বি মোঃ শাহ আলম বেপারিকে ৫ হাজার টাকা জরিমানা করে, তারিখ ও মূর্ল্য তালিকা প্যকেটের গায়ে লিখে বাজার জাত করার নির্দেশ দেন, পরে মেরকাটিজ রোড সাইফুুল বেকারিতে খাদ্য পর্ণে মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন মালিক মোঃঁ জাহাঙ্গীর খাঁ কে, তবে তার কারখানা তল্লাসি করার সময় ভোক্তা অধিকারের অভিযানে থাকা সাংবাদিক কে বিনা কারনে দোসারপ করেন মালিক, মালিক জাহাঙ্গীরবলেন বড় বড় সাংযবাদিকদের তিনি শাহেস্তা করেছেন, যারা তার কারখানার নানাহ অপরাধ তুলে ধরতে চেয়েছে, তিনি সাংবাদিক দের নাম ধরে সাথে থাকা সাংবাদিক কে মির্থ্যে অপরাধি বানানোর চেষ্টা করে, তিনি বলেন সাংবাদিক তার কাছে নাকি চাঁদা চেয়েছে, তিনি দেন নি বলে তার কারখানায় অভিযান চালায়, অথচ ভোক্তা অধিকারেরর ত্রই কর্মকর্তা মালিক জাহাঙ্গীর কে প্রশ্ন করে সাংঙবাদিক কতটাকা চাঁদা চাইছে, জবাবে হিমশিম খেয়ে মালিক বলেন, বলছে আপনি যা দেন,তা শুনে হতবাক হলেন কর্মকর্তা, তবে তিনি বুঝতে পেরেছেন, সাংবাদিকরা তাদের অপরাধ প্রকাশ সহ কর্মকর্তাদের সাথে থাকা ছিলো মালিক জাহাঙ্গীর খাঁর হিস্রতা সহ মির্থ্যে অভিযোগ, ত্রদিকে ত্রই জাহাঙ্গীর খাঁর ত্রমন মির্থ্যে অভিযোগ, ও সাংবাদিকের শাহেস্তা করার ক্ষমতা কোথা থেকে আসলো, তার খুটির জোর কোথায়, আর তার ফ্যক্টরিতে গত কয়েক দিন আগেও সেমাই তৈরি করেছে অসাস্হকর পরিবেশে, তাছারা বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে তার কারখানায় শ্রমিকদের কোন দূরত্ব ছিলো না যাহা পূর্বে সাংবাদিক দেখে ভিতরে প্রবেশ করতে চাইলে মালিক বাধা প্রধান করেন, যার সুত্র আজ জাহাঙ্গীর খাঁ ত্রক নাটোকিয় রুপ ধারন করে, তার হিংস্রতা দেখিয়ে সাংবাদিকদের লাঞ্চিত করার চেষ্টা করেছিলো, আমরা ত্রই সন্ত্রাসী প্রকৃতির মালিক জাহাঙ্গীর খাঁর বিরুদ্বে কঠোর ব্যবস্হা গ্রহন করার দাবি জানাই, আজ যদি সে পার পেয়ে যায় হয়ত আগামি দিনে তিনি সাংবাদিকদের অপমান অপদস্ত সহ হামলা করার আশংখ্যা রয়েছে বলে সচেতন মহল মনে করেন। আজ দুই প্রতিষ্টানে ভোক্তা অধিকারের মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে