চাঁদপুরে পুরান বাজারে কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর টহল বাহিনীর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় পুরান বাজার মধুসুধন হাই স্কুল মাঠে ভাই ভাই স্পটিং কাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২জন সদস্য নিয়ে কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর টহল বাহিনীর কার্যক্রম উদ্বোধন করেন, চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মোঃ আমির জাফর। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধ প্রবনতা যে হারে বাড়ছে তা নিয়ন্ত্রণ করা পুলিশের একার পে সম্ভব নয়। আর তাই প্রয়োজন পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বেগবান করা। তিনি আরো বলেন, পুরান বাজার হলো চাঁদপুরের শিল্প এলাকা। এর মধ্যে অঞ্চল ৮‘এ সবছেয়ে বেশি রয়েছে মিল, কল-কারখানা এবং বিভিন্ন ফ্যাক্টরী। আর তাই এ বিস্তৃত এলাকা জুড়ে ২জন টহলদার দিয়ে আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আরো কিছু টহলদার সদস্য পর্যায়ক্রমে নিয়োগ দিতে হবে। এর জন্য প্রয়োজন এ অঞ্চলের কমিটির সদস্যগণ ও এলাকার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা। আমরা পুলিশের প থেকে যে কোন বিষয়ে সর্বোচ্ছ সহযোগীতা করে যাবো।
কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর সভাপতি নকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সমন্বয়কারী চাঁদপুর মডেল থানার এস আই মোঃ মনির হোসেন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অঞ্চল ১০ এর সভাপতি মুস্তাক হায়দার চৌধুরী, অঞ্চল ৮’র সহ-সভাপতি শাহজাহান মাতাব্বর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অঞ্চল ৮’র সহ-সভাপতি সাংবাদিক বিমল চৌধুরী। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।