ফাহিম কৌশিক খান
চাঁদপুর শহরের আদালত পাড়া সংলগ্ন রেললাইনের পাশে ছিনতাইকারীরা হকারের টাকা ও মালামাল ছিনতাই করার পরও নেশাখোর অপবাদ দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মডেল থানার উপ-পরিদর্শক খালেকুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রেল লাইনের পাশে অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করে। ক্ষতিগ্রস্থ হকার সোহেল জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টায় লুঙ্গি ও থ্রি পিচ নিয়ে বিক্রির উদ্দেশে হকার্স মার্কেট হয়ে রেল লাইনের পাড় দিয়ে যাওয়ার পথে অজ্ঞাত ২ যুবক একটি লুঙ্গি ৩শ’ ১০ টাকা নেয়। এর কিছুক্ষণ পর তাদের সহযোগী ৫ জন ছিনতাইকারী লুঙ্গি ক্রয়ের নামে ৬টি লুঙ্গি নেয়। লুঙ্গির দাম ১৭শ’ ৬০ টাকা দেয়ার নাম করে শহীদ মিনারের পিছনে একটি বাড়িতে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর তারা রেল লাইনের পাশে এসে ওই হকারকে টাকা না দিয়ে গাঁজা সেবনকারী বলে বেদম পিটাতে থাকে।
এসময় আশেপাশের পথচারীরা এগিয়ে আসলে তাদেরকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়। ছিনতাইকারী তাকে প্রাণে ফেলার মেলার হুমকি দিয়ে সোহেলের সাথে থাকা ১৬ হাজার ৩শ’ ২৫ টাকা ও ১২টি লুঙ্গি ৩টি থ্রি পিচ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর রাতেই সোহেল চাঁদপুর মডেল থানায় এসে বিষয়টি পুলিশকে জানালে তারা ছিনতাইকারীদের চিহ্নিত করে ঘটনাস্থল থেকে মুঠোফোনে পুলিশকে জানানোর কথা বলে। পুলিশের কথামতো বৃহস্পতিবার বিকেল ৫টায় শহীদ মিনারের পিছনে রেল লাইনের পাশে ২ ছিনতাইকারীকে দেখতে পেয়ে মডেল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন মজুমদার (২২) ও আল আমিন (২৩)-কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের সহযোগী মমিন পাড়ার শুক্কুর মুন্সীর ছেলে নুরুল ইসলামকে থানা এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা তুলাতুলির সোহেল মালামাল বিক্রির উদ্দেশে বিভিন্ন সময় চাঁদপুরে আসে। ঘটনার দিন তার টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করে নেয়ার পর তার দেয়া তথ্যমতে তাদেরকে আটক করে কোর্টে চালান করে।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।