স্টাফ রিপোর্টার॥
কৃত্য পেশাজীবী জনপ্রশাসন গড়ে তোলা বেতন স্কেলে সিলিকেশন গ্রেড ও টাইম স্কেল পুনরবহাল উপজেলার ইউওন এর অন্যায্য কতৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরশন নিজস্ব ক্যাডার ও ফাংশানাল সার্ভিস বহিভূত সকল ধরনরে প্রেশন বাতিল, সকল ক্যাডার ও ফাংশানাল সার্ভিস পদোন্বতির সমান সুযোগ প্রদানের দাবীতে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশানাল সমন্বয় জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের অঙ্গীকার পাদদেশে বিসিএস ক্যাডার ভুক্ত শিক্ষক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীরা মানবন্ধনে অংশ গ্রহন করেন।
প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশানাল সমন্বয় জেলা কমিটির সভাপতি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতরি সভাপতি ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন, জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার, জেলা বিএম এর সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, জেলা মৎস্য গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মোঃ ইলিয়াছ, চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক অসিত বরন দাশ, কুমিল্লা আঞ্চলিক প্রকৌশলি আব্দুল মতিন প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন, আমাদেরর আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। সরকারের ভিতরে থেকে যে কুচক্রী মহল সরকারকে বিব্রত করার জন্য বৈষম্যের সৃর্স্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের এ মানববন্ধন। আমারা সবসময়ই সরকারের উন্নয়নের সারথী হতে চাই। আমাদের অস্তিত্ত আজ বিপন্নে পথে। দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আজ আমরা রাস্তায় নেমেছি। বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ এ বৈষ্যমের কারনে জাতির জনক বঙ্গববন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃর্স্টি করতে চাচ্ছে একটি কুচক্রী মহল। আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জনবান্ধব শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।