স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১ এপ্রিল ২০১৮ তারিখে চাঁদপুর জেলা সফরকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। গতকাল ৮ মার্চ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী পহেলা এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর নতুন এক রূপ নিবে। প্রধানমন্ত্রী যাতে চাঁদপুরকে অনেক উঁচুমানে দেখেন সে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে তাঁর আগমন সফল করতে আমরা বহু পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সবাই মিলে সে পরিকল্পনা বাস্তবায়ন করবো। প্রধানমন্ত্রীর আগমনে আমরা চাঁদপুরে একটা নজির স্থাপন করতে চাই। তাঁর আগমনে সেদিন (পহেলা এপ্রিল) চাঁদপুর হবে উৎসবের নগরী।]
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা স্কাউট কমান্ডার অজয় ভৌমিক, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার প্রমুখ। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান, চাঁদপুর চেম্বার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউছুফ গাজী, শামসুল হক মন্টু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারীর, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সাহির হোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদ চেযারম্যানগণ, ইউএনও, পৌরসভার মেয়রগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সরকারি সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, সেদিন হাতেগোণা ক’জন উপস্থিত হবেন, এমনটি যেনো না হয়। দায়িত্ব এবং দেশপ্রেম নিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সকলকে আসতে হবে। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট দায়িত্ব নাও থাকে, দর্শক হিসেবে হলেও সপরিবারে উপস্থিত থাকবেন। যারা বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগী আছেন তাদের উপস্থিতিতেও স্বতঃস্ফূর্ততা থাকতে হবে। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, তাদের অধীনে সমস্ত সুবিধাভোগীকে আনারও ব্যবস্থা করতে হবে। রাজনৈতিকভাবে সকল স্তরের নেতৃবৃন্দ এই জনসভা আনন্দঘন করার জন্যে সর্বাত্মক চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, আমরা চাই ওইদিন পুরো স্টেডিয়াম মানুষে মানুষে ভরে যাক, স্টেডিয়াম ছাপিয়ে সমস্ত শহর ভরে যাক। যতো দূর যায় লোকেলোকারণ্য থাকতে হবে। মানুষ যেনো বুঝতে পারো অগণিত লোক সমাগম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেনো বুঝতে পারেন চাঁদপুরবাসী তাঁকে ভালোবাসে। চাঁদপুরে যেনো আমরা সেই নজির স্থাপন করতে পারি। এজন্যে জেলা প্রশাসক সর্বস্তরের মানুষের প্রতি জনসভায় উপস্থিত হতে উদাত্ত আহ্বান জানান।
পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুরে বড় দুটি প্রোগ্রাম হবে। এ কারণে আয়োজনের ব্যাপকতা রয়েছে। ইনশাআল্লাহ আমরা সফলকাম হবো। আমাদেরও দায়িত্ব আছে প্রধানমন্ত্রীর সমাবেশে যতো বেশি লোক হয় তা নিশ্চিত করা। আমরা যেনো ব্যাপক সমাগমের ব্যবস্থা করতে পারি সে লক্ষ্য নিয়ে আন্তরিক হই।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা। তাঁর আগমনকে ঘিরে চাঁদপুরে ইতঃমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সৌন্দর্যবর্ধন করা হবে। শহরের প্রতিটি প্রধান সড়কের পাশের বাউন্ডারী দেয়ালগুলো রঙ্গিন করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী সর্বাত্মক সহযোগিতার জন্যে প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে জেলার সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষকে সজাগ থাকতে হবে। শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এবং তাঁর জনসভা স্বতঃস্ফূর্ত করার জন্যে রাজনৈতিকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়ামের নিরাপত্তার জন্যে এখন থেকেই সেখানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল স্থানে চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্যে জেলা প্রশাসকের নিকট প্রস্তাব করেন। জেলা প্রশাসক বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। এছাড়া ফরিদগঞ্জে গ্যাসসংযোগ স্থাপনে প্রধানমন্ত্রীর নিকট দাবি করার প্রস্তাব করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক এবং হাইমচর উপজেলায় পৌরসভা করার প্রস্তাবের দাবি জানিয়ে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার।