শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে ২ সন্তানের জনক প্রবাসীর সাথে এক সন্তানের জননীর পরকিয়ার ঘটনায় ফাঁশ হওয়ার পর নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর দায়ের করা অভিযোগে পরকিয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ঘটনা ধামাচাপা ও সমঝোতা করার লক্ষে শুক্রবার ২দফা মডেল থানায় বসেছে বলে জানা গেছে।
জানা যায়, শরিয়তপুরের মহসিন তার নানার বাড়িতে থেকে হকার্স মার্কেটে চাঁদপুর মোবাইল হাট নামক দোকান দিয়ে ব্যবসা করে। কোড়ালিয়ার মান্নান বেপারীর ছোট মেয়ের সাথে শরিয়তপুরের মহসিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা পালিয়ে গিয়ে বিয়ে করে বর্তমানে কোড়ালিয়া নাছিমা মঞ্জিলের ২য় তলায় বাসা ভাড়া নিয়ে থাকে।
এদিকে রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিলন বেশ কয়েক বছর পূর্বে চাঁদপুর শহরের প্রফেসার পাড়া মিয়াজী বাড়ির মৃত সুলতান মিয়াজির মেয়ে শিল্পি বেগমের সাথে বিয়ে হয়। সাংসারিক জিবনে তাদের ২ সন্তান রয়েছে। গত ২ বছর পূর্বে বিদেশ থেকে দেশে ফেরার পর প্রবাসী মাসুদ মিলন কোড়ালিয়া মাতাব্বর বাড়ির সংলগ্ন মান্নান বেপারীর মেয়ের সাথে মোবাইলে ও ফেইসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ঐ সময় প্রবাসীর সাথে মোবাইল দোকানদার মহসিনের স্ত্রীর গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসী বিদেশ যাওয়ার পর মহসিনের স্ত্রীর সাথে মোবাইলে, ফেইসবুকের ও ইমুর মাধ্যমে কথা আদান প্রদান হতো। প্রবাসীর কথামতো তার পরকিয়া প্রেমিকা নগ্ন ছবি তোলে ইমু মাধ্যমে পাঠাতো। সেই ছবি প্রবাসী মাসুদ শামিমের বন্ধুরা দেখে তার স্ত্রী শিল্পি বেগমকে ঘটনাটি জানায়। শিল্পির অনুরোধে সে নগ্ন ছবি প্রবাসীর বন্ধুরা তার মোবাইল থেকে চাঁদপুরে পাঠায়। সে ছবি প্রিন্ট করে অভিযুক্ত ১ সন্তানের জননী ও তা স্বামী মহসিনের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী শিল্পি বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে মডেল থানার এএসআই পলাশ বড়ুয়া কোড়ালিয়ার নাছিমা মঞ্জিল থেকে মহসিন ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। অদৃশ্য শক্তির বলে পুলিশ বাদীকে না জানিয়ে রাতে ছেড়ে দেয়। বাদী শিল্পি বেগম পুলিশের ছেড়ে দেওয়ার ঘটনা জানতে পেরে পুলিশকে জিজ্ঞাসা করলে পরদিন সমাধান করবে বলে জানায়। শুক্রবার দুই দফা বাদী পক্ষকে থানায় এনে সমাধান না করায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
বাদি শিল্পি বেগম জানায়, মোবাইলের দোকানদারের স্ত্রী খুকু মনি টাকার লেভে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সে তার নগ্ন ছবি তুলে ইমুর মাধ্যমে বিদেশে ছবি পাঠিয়েছে। খুকু মনি সাথে সম্পর্কের পর থেকে নিজের সন্তান ও স্ত্রীর কথা ভুলে গিয়ে খোজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে।
এ ব্যপারে মডেল থানার এএসআই পলাশ বড়–য়া জানায়, অভিযোগের প্রেক্ষিতে পরকিয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করলেও ওসি সাহেবের নির্দেশে পরে সমোঝোতার লক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।