স্টাফ রিপোর্টার:
নিশাত নাবিলা(প্লাব) পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় এ বছর গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। প্লাব পিইসিতে সব বিষয়ে এ প্লাস গ্রেডে মার্ক পেয়ে উত্তীর্ণ হয় ।
প্লাব তার এ ভাল ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও পিতা-মাতার প্রতিও কৃতজ্ঞ বলে জানান। প্লাব ভবিষ্যৎ আরো ভাল ফলাফল অর্জন করার জন্য সবার কাছে দোয়া কামনা করছেন। তার পিতা মাহবুবুর রশিদ মজুমদার,এক জন(প্রাইভেট) চাকরীজীবি। মাতা নূরুন্নাহার(পুস্প) উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সরকারী জীবি।
উল্লেখ্য, তার নানা ছিলেন,সেটেলমেন্ট অফিসার মুক্তিযোদ্বা মৃত শেখ মো: নূরুল ইসলাম। এ ছাড়া প্লাব আলোকিত বাংলাদেশ ও নিউজ পোটাল- ঢাকা টাইমস২৪.কম এর চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জমিন পত্রিকার উপদেস্টা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শওকতআলীর ভাগনীর এক মাত্র কন্যা ।