এম এ আকিব
ফরিদগঞ্জের রূপসা বাজারে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতার ওপর হামলা হয়েছে।
জানা যায়, মাদক সেবন ও ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে ৮নং পাইকপাড়া দণি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান খোকনের (৪৫) ওপর একই এলাকার হান্নান পাটওয়ারীর ছেলে কামরুল পাটওয়ারী (৩৫) অতর্কিত হামলা চালিয়ে হাতে, পায়ে ও মাথায় মারাত্মক জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরে সেখান থেকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, হান্নান পাটওয়ারীর ছেলে কামরুল পাটওয়ারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন এবং ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। বিভিন্ন সময়ে তার হাতে লাঞ্ছিত ও প্রহৃত হয়েছেন এলাকার বেশকিছু গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য মানুষ। এর প্রতিবাদে মো. মিজানুর রহমান খোকন ও মুক্তিযোদ্ধা নুর ইসলামের নেতৃত্বে স্থানীয় জামালপুর মাদ্রাসা এলাকায় গত ২ মাস পূর্বে প্রায় সহস্রাধিক জনতার উপস্থিতিতে একটি প্রতিবাদ সভা করা হয়। এতে প্তি হয়ে সে বিভিন্ন সময়ে মো. মিজানুর রহমান খোকনকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল।
সোমবার মো. মিজানুর রহমান খোকন জামালপুর হোসাইনিয়া তাহাজ্জতুল কুরআন মাদরাসার জন্য রড, সিমেন্ট কিনতে রূপসা বাজারের মনির পাটওয়ারীর দোকানে আসেন। এ সময় কামরুল পাটওয়ারী দেশীয় অস্ত্র দিয়ে বাজারের লোকজনের সামনে এলোপাথাড়িভাবে তাকে আঘাত করে সাথে থাকা ২ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।