শিমুল হাছান:
ফরিদগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার ইউপি চেয়াম্যানের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১১ জন।
সংশ্লিস্ট সূত্রে যানায়, ২০মে (বুধবার) দুপুরে ফরিদগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে আসা ২টি রির্পোটের মধ্যে একটি পজেটিভ আসে। এদের মধ্যে একজন উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের চেয়্যারম্যান মো.সোহেল চৌধুরীর নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। অন্যজন অজ্ঞাত পরিচয়ের নাম সুলতান আহম্মেদের করোনা নেগেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, আজ ২ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে একজনের করোনা পজেটিভ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, চেয়াম্যানের করোনা রিপোর্ট পজেটিভ আসার সঙ্গে সঙ্গে আমরা উনার বসত বাড়ি ও ইউপি কার্যালয়টি সমাপূর্ন লকডাউন করে দিয়েছি।