ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা সদর থেকে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে কপোত-কপোতিকে আটত করেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। যদিও ওই কপোত কপোতি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে জানান। স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে উপজেলা সদরের ভান্ডারী মহল এলাকার গাজী ভবনের ভাড়াটিয়া ইয়াছিন হোসেন চঞ্চল(৩০) এর কক্ষে এক মহিলা ঘরে প্রবেশের দীর্ঘক্ষণ পরেও না বেরোনোয় স্থানীয় লোকজন সন্দেহ হয়। পরে তারা বেশ কয়েকজন একত্রিত হয়ে চাপ প্রয়োগ করে উভয়কে ঘর থেকে বের করে। পরে তাদেরকে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় তারা।
পুলিশ সূত্র জানায়, চঞ্চলের কক্ষ থেকে আটক মহিলার বাড়ি উপজেলার সানকিসাইর গ্রামে। পরে পুলিশ কপোত কপোতিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ শহদি হোসেন চৌধুরীর কাছে নিলে তিনি সার্বিক বিবেচনায় পুলিশকে সামাজিক বিচারের জন্য নিদের্শনা দেন। পরে পুলিশ স্থানীয় ওর্য়াড কাউন্সিলার জাকির হোসেন গাজীর জিম্মায় তাদেরকে হস্তান্তর করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার এস আই সুমন দাস জানান, স্থানীয় লোকজন অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে এই কপোত কপোতিকে পুলিশের হাতে তুলে দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে নিলে তিনি সার্বিক বিবেচনা করে সামাজিক বিচারের জন্য নিদের্শনা দেন। #