মো. শিমুল হাছান:
ফরিদগঞ্জে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কেমিষ্ট প্রতিনিধিদের আলোচনা সভা সোমবার রাতে ওয়ান স্টার হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির সভাপতি সমীর চন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শহিদ উল্লাহ পাটওয়ারী, সাংগঠণিক সম্পাদক ফখরুল হাসান (সবুজ)।
সমিতির সহ-সভাপতি সাংবাদিক আলী হায়দার পাঠান টিপুর পরিচালনায় ও উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোখলেছুর রহমান ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ রতন, কোষাধক্ষ রাজু, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, কোম্পানী কর্তৃক নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করা, ড্রাগস লাইন্সেস করা, মেয়াদ উর্ত্তীণ ডি.এ.আর নাম্বার বিহীন ওষুধ বিক্রি না করা, সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দকে পরবর্তী সভায় দাওয়াত প্রদান, ওষুধ ব্যবসায়ীদের সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস উদযাপন, সমিতির সাধারণ সম্পাদকের কক্সবাজার সম্মেলনে অংশগ্রহণ সর্ম্পকে অবহিত করন সহ সমিতির স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এছাড়া সভা শেষে সকলের জন্যে নৈশভোজের আয়োজন করা হয়।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।