ফরিদগঞ্জ প্রতিনিধি
গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রাম থেকে মরিয়ম বেগম (৩০) নামে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের স্বজনরা জানায়, সকালে তাদের কাছে সংবাদ আসে মরিয়ম গলায় ফাঁস দিয়েছে। পরে তারা ওই বাড়িতে গিয়ে মরিয়মের লাশ তার স্বামীর ঘরে পড়ে থাকতে দেখে।
এদিকে ঘটনার পর নিহত গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম মিন্টু তিন সন্তান নিয়ে পালিয়ে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। এ ব্যাপারে মরিয়মের ভাই খোরশেদ আলম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।