মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলিমদের গণভাবে হত্যা বন্ধ করার দাবিতে এবং বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফরিদগঞ্জে মানববন্ধন করেছে ছারছীনা দরবার শরীফের সহযোগী সংগঠন জমিয়তে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন চলাকালে জমিয়তে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আহম সাইফুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ মমিনুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান খন্দকার, দারুল একলাছ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একরাম হোসাইন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইউনুছ, ফরিদগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ হোসাইন আহাম্মদ, গল্লাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ রহমান, জমিয়তে যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আরিফ হোসাইন, জমিয়তে ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকা- ঘটাচ্ছে মিয়ানমার সরকার। তারা একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার যে চক্রান্ত করছে তা আজ পুরো বিশ্বের কাছে স্পষ্ট। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে যে মানবিকতা দেখিয়েছে তাও পুরো বিশ্ব তাকিয়ে দেখছে। আমাদের উচিত সরকারের পাশে দাঁড়িয়ে শরাণার্থীদের সহায়তা করা। একই সাথে মিয়ানমারের সৈন্য বাহিনী যেন কোনক্রমে আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।