আতাউর রহমান সোহাগঃ
যার দু –হাত থেকেও অচল, যে নাকি অন্যের সাহায্যে ছাড়া চলতে পারেনা। এমন এক প্রতিবন্ধীর উপর বিপদের খড়ক নেমে এসেছে। দারিদ্রতার কারনে অসহায় প্রতিবন্ধীর পরিবারটিকে বিভিন্ন ভয়ভীতির দেখানোর কারনে এ পরিবারের পক্ষ থেকে আইনগত সহযোগিতা চাওয়ার সাহস পাচ্ছে না।
ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামের পা দিয়ে লিখে দাখিল পাশ করা সেই প্রতিবন্ধী জহিরের পরিবারের বসত ঘরের সামনে লেট্রিন ও বেড়া দিয়ে ওই পরিবারটিকে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে একই বাড়ির শাহআলম নামের এক যুবক তার নিকটআত্বীয় পুলিশের দাপট দেখিয়ে এসব অপকর্ম করে যাচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
এ নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান কার্যালয়ে একাধিকবার দেন দরবার হলেও শাহআলম কোন সিদ্ধান্ত না মেনে একের পর এক তার অপতৎপরতা করে ওই পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। যে কারনে এ পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছ।
জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, জায়গা সক্রান্ত বিরোধের জের ধরে শাহআলম জোরপূর্বক প্রতিবন্ধী জহিরের বসত ঘরের পাশে একটি লেট্রিন ও বেড়া দিয়ে প্রতিবন্ধী জহিরের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা দেখে বিষয়টি সুরাহার জন্য দু পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বৈঠক হলেও প্রতিবন্ধী জহিরের পরিবার উক্ত বৈঠকের সিদ্ধান্ত মানলে বেঁকে বসেছে শাহআলম। উল্টো সম্প্রতি গভীর রাতে বাড়ির গাছ কেটে প্রতিবন্ধী জহির সহ তার পরিবারের কয়জনের বিরুদ্ধে অভিযোগ দিয়ে পুলিশ আনতে বাধ্য করেছে।
সরেজমিনে গিয়ে দেখাযায় প্রতিবন্ধী জহিরের বসত ঘরের সামনে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যেও বেড়া , পাশেই নির্মান করা হয়েছে একটি ল্যাট্রিন। এতে করে এ পরিবারটির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে দেখা যায়।
এ ব্যাপাওে এলাকার ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ জানায়, প্রতিবন্ধী জহির ও তার প্রতিপক্ষ শাহআলমের বিরোধ মিমাংসার জন্য একাধিক বৈঠক করা হয়েছে। জহিরের বসত ঘরে যাতায়াতের জন্য অন্যায় ভাবে প্রতিবন্ধতা সৃষ্টি করে রাখা বেড়া ও ল্যাট্রিন সরানোর জন্য নির্দেশ করা হয়েছে। কিন্তু শাহআলম এসবের কোন কিছুই তোয়াক্কা না করায় প্রতিবন্ধী জহিরকে আদালতের আশ্রয় নিতে বলেছি।
এ ব্যাপাওে শাহআলমের বক্তব্য নিতে চেষ্টা করেও তাকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।