ফরিদগঞ্জে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা এবং সড়ক পরিবহন আইন ভঙ্গের কারণে গত দুদিনে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা অর্থদণ্ড করেছে। ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার উপজেলা সদরের কালিরবাজার চৌরাস্তায় ও টিএনটি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ১২টি মামলায় ৬ হাজার ৪শ’ টাকা এবং সড়ক ও পরিবহন আইন-২০১৮-এর ৬৬ ধারায় ১১টি মামলায় ১০ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং সড়কে দুর্ঘটনা হ্রাসে এ অভিযান অব্যাহত থাকবে।