প্রতিনিধি
জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে মাদকসেবী পাষাণ্ড ছেলে এবার জন্মধাত্রী মায়ের গায়ে হাত তুলল। ছেলের আঘাতে রক্তাক্ত হয়ে উপায়ান্তর না দেখে অবশেষে থানার আশ্রয় নিলেন মা আয়েশা বেগম (৫৫)। ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে শুক্রবার সকালে অভিযুক্ত ছেলে আলমগীর হোসেন (৩৫)-কে আটক করেছে।
জানা গেছে, হাসা গ্রামের বড় বাড়ির মরহুম মোহাম্মদ হোসেনের স্ত্রী আয়েশা বেগমের নামে থাকা সম্পত্তি বিক্রি করে টাকা দেয়ার জন্য বারবার একমাত্র ছেলে আলামগীর হোসেন চাপ প্রয়োগ করছিল। কিন্তু মা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করতে রাজি হননি। এনিয়ে বেশ কিছুদিন ধরে তিন সন্তানের জনক আলমগীর তার মাকে নিপিড়ন ও নির্যাতন করে আসছিল। সর্বশেষ সে গত ২৭ জুন রাতে মা আয়েশাকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। আয়েশা বেগম স্থানীয় লোকজনের কাছে ঘটনার বিচার চাইলেও কোন প্রতিকার না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে গত বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ করে। থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে এ এসআই নুরুল ইসলাম শুক্রবার সকালে আলমগীরকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে এএসআই নুরুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে আলমগীর মাদকসেবী।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।