ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করার সময় কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ অন্ততঃ ৪জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জামাল হোসেন (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় এবং অন্য আহত মফিজুল ইসলাম (৬০), গৃহবধূ পান্না বেগম (২৮) ও মনির হোসেন (২৫) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আইটপাড়া এলাকায়।
জানা গেছে, আইটপাড়া গ্রামের প্রবাসী জামাল হোসেন বাড়ির উপর জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করে। ওই মাছ ক্রয় করতে না পেরে একই বাড়ির অহিদ ও মজিবসহ অন্যরা জামাল হোসেনের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিলো। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে অহিদ, মজিবসহ অজ্ঞাত আরো ৮/১০জন লোক বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জামালের উপর হামলা করে। এ সময় তার আর্তচিৎকারে তার ভাই মনির হোসেন, বাবা মফিজুল ইসলাম এবং জামালের স্ত্রী পান্না আক্তার এগিয়ে আসলে তাদেরকেও তারা বেদম মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করে। এদের মধ্যে জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকা রেফারের জন্য চিকিৎসকরা বললেও হাসপাতাল এরিয়ার কিছু টাউট শ্রেণীর লোক জামালের স্বজনদের বাধা প্রদান করে বলে জামালের চাচাতো ভাই প্রবাসী বাবুল জানায়। পরে তারা বাধ্য হয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালেই রাখেন।