আনিছুর রহমান সুজন
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ বলেছেন , ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চাঁদপুর জেলা সদরের বাইরে আমরা আমাদের দ্বিতীয় আশ্রয় স্থল হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে বেছে নিয়েছিলাম। পাকহানাদার বাহিনী যখন কুমিল্লা থেকে পাকহানাদার বাহিনী আমাদের উপর হামলা করেছিলো , তখন আমরা আমরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়কে বেঁেছ নিয়েছিলাম। সেখান থেকেই আমরা আমরা নতুন করে সংগঠিত এবং প্রশিক্ষণের মাধ্যমে শতশত মুক্তিকামী মানুষকে জনযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলাম। এই ফরিদগঞ্জ থেকেই আমাদের সাথে কাঁেধ কাঁধ মিলিয়ে ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল হক মাষ্টার, আ: রব, রব বিএসসি, সিরাজুল ইসলামসহ আরো অনেকেই পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের উজ্জিবীত করেছিল। বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত আবুল খায়ের পাটওয়ারী সেদিন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিল প্রশিক্ষনের জন্য। ফরিদগঞ্জ উপজেলার গাজীপুরে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর রসদবাহী জাহাজের ওপর হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়ে তাদের র্দুবল করে দিয়েছিল। তাই গৌরবের মুক্তিযুদ্ধে ফরিদগঞ্জ উপজেলার অবদান অনস্বীকার্য। গতকাল মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটয়ারীর সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আ: হাফিজ খান, সহকারি কমান্ডার(সাংগঠনিক) ও বিশিষ্ট ব্যাংকার বীরমুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সহকারি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী , সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম বক্তব্য রাখেন। বিজয় মেলা কমিটির সদস্য ও ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডেপুটি কমান্ডার আ: সামাদ , প্রজন্ম ৭১ এর পক্ষে মশিউর রহমান মিঠু, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন । স্মৃতিচারণ শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং মেলার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে অতিথিবৃন্দ ফরিদগঞ্জ প্রেসকাব পরিদর্শন করেন । #
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।